বক্তা: ড. সাজিদ মুহাইমিন চৌধুরী
প্রেসিডেন্ট, অপটিকাল সোসাইটি বাংলাদেশ সেকশন
চেয়ার, আই ই ই ই ফোটনিক্স সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার
সহকারী অধ্যাপক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
সময় ও তারিখ: ১০ মে ২০২১, সোমবার, রাত ৯ টা
লাইভ লিংক: www.facebook.com/SPSBZone
ন্যানোফোটনিক্স নিয়ে আন্তর্জাতিক আলোক দিবস ২০২১ এ আলোর কথামালা শিরোনামে একটি বিজ্ঞান বিষয়ক বক্তৃতার আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। যেখানে ন্যানোফোটনিক্স বিষয়ে একজন বিশেষজ্ঞ শিক্ষক আলোচনা করবেন।
ন্যানোফোটনিক্স হল ন্যানোমিটার স্কেলে আলোর আচরণ এবং আলোর সাথে ন্যানোমিটার-স্কেল অবজেক্টের মিথস্ক্রিয়া সম্পর্কিত গবেষণা। এখানে ডাইলেট্রিক পদার্থ নিয়ে কাজ করা হয়। যেমন – ন্যানো এন্টেনা, সারফেস প্লাজমন পোলারিটনের মাধ্যমে আলোর পরিবহন, ফোকাস করতে সক্ষম এমন ধাতব উপাদান ইত্যাদি।
লেন্স ও মাইক্রোস্কোপের মত সাধারণ অপটিক্যাল যন্ত্র সচরাচর বিচ্ছুরণের সীমার (র্যালে ক্রাইটেরিওন) কারণে ন্যানোমিটার (তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে অনেক ক্ষুদ্র) স্কেলে আলো ফোকাস করতে পারে না। তবে সারফেস প্লাজমন, ন্যানোস্কেল ধাতব বস্তুর চারপাশে স্থানীয় সারফেস প্লাজমন, নিয়ার ফিল্ড স্ক্যানিং অপটিকাল মাইক্রোস্কোপি (SNOM বা NSOM) এবং ফটোঅ্যাসিস্টেড স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপিতে ব্যবহৃত ন্যানোস্কেল অ্যাপারচার ও ন্যানোস্কেলের তীক্ষ্ণ টিপস ব্যবহার করে ন্যানোমিটার স্কেলে আলো ফোকাস করা সম্ভব । এসব বিষয়ই ন্যানো ফোটনিক্স এর অন্তর্ভুক্ত।
বক্তৃতাটি দেখার আমন্ত্রণ রইল।
বক্তা পরিচিতি: ড. সাজিদ মুহাইমিন চৌধুরী বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন । ড. চৌধুরী পারডু ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদ থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। তিনি আলোকতত্ত্ব বিষয়ক সমস্যার তাত্ত্বিক এবং ব্যবহারিক সমাধানে পারদর্শী। তাঁর লক্ষ্য বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিরসনে স্বাধীনভাবে গবেষণা করা। ড. চৌধুরী সক্রিয়ভাবে প্রফেশনাল সোসাইটিতে যুক্ত আছেন এবং স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি আই ইইই ইয়ং প্রফেশনালস বাংলাদেশের চেয়ারম্যান, আই ইইই ফোটনিকস সোসাইটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং অপটিক্যাল সোসাইটি – ওএসএ (অপটিক্যাল সোসাইটি) বাংলাদেশ শাখার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ড. চৌধুরী আই ইইই সিনিয়র সদস্য এবং ওএসএ এর সদস্য। তিনি ন্যাশনাল ইয়াং অ্যাক্যাডেমি অফ বাংলাদেশ (এনওয়াইএবি) এর একজন সদস্য।