আগামী ১৬ মে ২০২১ তারিখ ইউনেস্কো বিশ্বজুড়ে পালন করছে আন্তর্জাতিক আলোক দিবস ২০২১। বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, শিক্ষা এবং টেকসই উন্নয়ন থেকে শুরু করে চিকিৎসাশাস্ত্র, যোগাযোগ এমনকি শক্তির উৎস হিসাবে আলোর ভূমিকা ও বহুমুখী প্রয়োগ অনুধাবন ও মূল্যায়নের লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। বিশ্বজুড়ে শতাধিক দেশে দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়, বাংলাদেশে এই দিবসটির উদযাপন সমন্বয় করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।
অনলাইনে আলোক দিবস উদযাপনের নানা আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড থেকে আমরা আয়োজন করছি আলোক তত্ত্বের উপর একটি ই-অলিম্পিয়াড। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অনলাইনে ঘরে বসেই অংশগ্রহণ করতে পারবে ই-অলিম্পিয়াডে।
তাছাড়া এ বছর বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২১ (বিডিজেএসও) দল গঠনের লক্ষ্যে অনুষ্ঠেয় ৭ম বিডিজেএসও-র পূর্বে এই ই-অলিম্পিয়াডটি তোমার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ই-অলিম্পিয়াডের বিষয়: আলো ও আলোকতত্ত্ব
তারিখ ও সময়: ৬ মে ২০২১, বৃহস্পতিবার, বিকাল ৩:০০ – ৪:০০