আল আরাফাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ ৩য় জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০১৭ আয়োজন হচ্ছে লক্ষ্মীপুরে। আগামী ২৮ জুলাই লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এ অলিম্পিয়াডের আয়োজনে রয়েছে  বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করন সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। পৃষ্ঠপোষকতায় আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, সহযোগি প্রথম আলো এবং ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা। কুমিল্লা অঞ্চলের অডিশনাল রাউন্ড হবে লক্ষ্মীপুরে। যার আযোজনে রয়েছে স্থানীয় সংগঠন লক্ষ্মীপুর গণিত ক্লাব। এ অডিশনে অংশ নেবে লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী ও চাঁদপুরের প্রায় ৩৫টি স্কুলের ৩৫০জন শিক্ষার্থী।
রেজিষ্ট্রেশনের জন্য যোগাযোগঃ লক্ষ্মীপুর গণিত ক্লাব, হায়দার শপিং কমপ্লেক্স, হাসপাতাল রোড, লক্ষ্মীপুর।

 

Published on Lakshmipurtimes