Name Your Own Exoplanet

১৯১৯ সালে প্রতিষ্ঠিত International Astronomical Union (IAU) জ্যোতির্বিজ্ঞানীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক পেশাদারী সংস্থা। ২০১৯ সালে সংস্থাটির প্রতিষ্ঠার শততম বার্ষিকী উদযাপন চলছে। বছরএক আকাশের নিচে (Under One Sky)” শিরোনামে নানাবিধ কর্মসূচি গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সচেতনতা আগ্রহ অধিকতর বৃদ্ধি এই সংস্থাটির প্রধান লক্ষ্য। পৃথিবীর ১০০টিরও বেশি দেশে লক্ষ্যে বিবিধ কর্মসূচি গৃহীত হচ্ছে, যার মধ্যে বাংলাদেশও অন্যতম।

এসকল কর্মসূচির মধ্যে অন্যতম আকর্ষণীয় একটি উদ্যোগ হলবাহ্যগ্রহের নামকরণ (IAU100 NameExoWorlds)” শীর্ষক কর্মসূচি। এই উদ্যোগ অনুসারে, অংশগ্রহণকারী দেশগুলো একটি বাহ্যগ্রহ বা এক্সোপ্ল্যানেট এবং যে নক্ষত্রের চতুষ্পার্শ্বে সেটি ঘুরছে তার নামকরণের সুযোগ পাবে। জ্যোতিষ্কদের নামকরণের ব্যাপারে IAU- সর্বোচ্চ সিদ্ধান্তকারী হওয়া সত্ত্বেও এই অধিকারটি পৃথিবীব্যাপী সকলের সাথে ভাগ করে নেয়ার জন্যবাহ্যগ্রহের নামকরণশীর্ষক এই কর্মসূচিটি হাতে নেয়া হয়েছে। অন্যান্য দেশের মতই বাংলাদেশেও এই নামকরণের সম্পূর্ণ কার্যাবলি পরিচালিত হবে IAU কর্তৃক নির্বাচিত একজন জাতীয় সমন্বয়কের (ন্যাশনাল আউটরিচ কোঅর্ডিনেটর) মাধ্যমে এবং এই জন্য ইতিমধ্যে একটি জাতীয় কমিটিও গঠন করা হয়েছে।এই নামকরণের জন্য IAU কর্তৃক কিছু বিধিনিষেধ আছে যা অবশ্যই সবাইকে অনুসরণ করেই নামকরণটি করতে হবে।

DOWNLOAD FILES

IAU PRESS RELEASE

BOOKLET

NatComm_BD_ExoWorld

Phase I Rules

Press Release for PDF (1)

Student-Form