ম্যাসল্যাব সামার ইন্টার্নশিপ ২০১৬
অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে চলছে গ্রীষ্মকালীন ছুটি। ছুটির সময়টা নতুন কিছু অভিজ্ঞতা অর্জুন করতে চাইলে আপনি যোগ দিতে পারেন “ম্যাসল্যাব সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০১৬”-তে।
বিভিন্ন পদে মোট ১১ জন ইন্টার্ন নেওয়া হবে। আপনিও খুঁজে নিতে পারেন আপনার পজিশনটি।
আবেদন করতে পারবে যারা
যে কোন বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের যে কোন শিক্ষার্থী আবেদন করতে পারবে। তবে নির্দিষ্ট পদের জন নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
আবেদন প্রক্রিয়া
প্রাথমিক আবেদন করতে হবে অনলাইন। আবেদন ফর্ম পাওয়া যাবে এই লিংকে।
বাছাই প্রক্রিয়া
প্রাথমিক বাছাই করা হবে অনলাইনে পূরণকৃত ফর্ম দেখে। প্রয়োজনে মোবাইলে সাক্ষাৎকার নেওয়া হবে। চুড়ান্ত বাছাইয়ের আগে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি)-এর অফিসে সাক্ষাৎকার নেওয়া হতে পারে।
বাছাইয়ের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা, বিজ্ঞানাগার বিষয়ক দক্ষতা, আগ্রহ, সৃজনশীলতা, কোন একটা বিষয়ের পেছনে লেগে থাকার ধৈর্য, যোগাযোগ দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বিজ্ঞানের প্রতি ভালোবাসা ইত্যাদি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। সবচাইতে গুরুত্ব পাবে কাজের প্রতি আগ্রহ।
আবেদনের শেষ তারিখ
আবেদনের নির্দিষ্ট কোন শেষ তারিখ নেই। প্রয়োজনীয় সংখ্যক দক্ষ ইন্টার্ন পেয়ে গেলে আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে। যেহেতু ১৫ তারিখ থেকে ম্যাসল্যাবের বিগিনার্স কোর্স শুরু হবে, তাই প্রথম দফার বাছাই তার আগেই সম্পন্ন হবে।
ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিতে চাইলে তাই উচিত হবে যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলা।
ইন্টার্নশিপের সময়কাল
ইন্টার্নশিপ হবে দুই সপ্তাহের।
ইন্টার্নশিপের পদ সমূহ, পদের জন্য যোগ্যতা ও দায়িত্বসমূহ
নং | পদের নাম | পদ সংখ্যা | যোগ্যতা | দায়িত্ব |
০১ | এডমিন | ০২ | · যে কোন বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী
· সপ্তাহে অন্তত ৩০ ঘন্টা সময় দিতে সক্ষম · পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার |
· ল্যাবের সকল প্রশাসনিক বিষয় সমন্বয় করা
· ল্যাবের ক্লাস শিডিউল, কোর্স ম্যাটেরিয়াল ইত্যাদি বানানো এবং সরবরাহ করা · ল্যাবের প্রয়োজনীয় যন্ত্রপাতি-কেমিক্যালস ইত্যাদি কেনাকাটা করা |
০২ | প্রশিক্ষক
(পরিসংখ্যান) |
০১ | · যে কোন বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী
· স্নাতক পর্যায়ে পরিসংখ্যান, গণিত বা সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষার্থী · সপ্তাহে অন্তত ১০ ঘন্টা সময় দিতে সক্ষম · পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার |
· কোর্স ম্যাটেরিয়াল তৈরি
· কোর্স ডিজাইন করা · ক্লাস নেওয়া · শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা |
০৩ | ডেমনস্ট্রেটর(পদার্থবিজ্ঞান) | ০২ | · যে কোন বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী
· স্নাতক পর্যায়ে পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, যে কোন ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষার্থী · সপ্তাহে অন্তত ১০ ঘন্টা সময় দিতে সক্ষম · পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার |
· কোর্স ম্যাটেরিয়াল তৈরি
· এক্সপেরিমেন্ট ডিজাইন করা · ব্যবহারিক ক্লাস নেওয়া · তত্ত্বীয় ক্লাস নেওয়া · শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা |
০৪ | ডেমনস্ট্রেটর (রসায়ন) | ০২ | · যে কোন বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী
· স্নাতক পর্যায়ে রসায়ন, ফলিত রসায়ন বা সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষার্থী · সপ্তাহে অন্তত ১০ ঘন্টা সময় দিতে সক্ষম · পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার |
· কোর্স ম্যাটেরিয়াল তৈরি
· এক্সপেরিমেন্ট ডিজাইন করা · ব্যবহারিক ক্লাস নেওয়া · তত্ত্বীয় ক্লাস নেওয়া · শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা |
০৫ | ডেমনস্ট্রেটর (জীববিজ্ঞান) | ০২ | · যে কোন বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী
· স্নাতক পর্যায়ে জীববিজ্ঞান সংশ্লিষ্ট যে কোন বিষয়ের শিক্ষার্থী · সপ্তাহে অন্তত ১০ ঘন্টা সময় দিতে সক্ষম · পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার |
· কোর্স ম্যাটেরিয়াল তৈরি
· এক্সপেরিমেন্ট ডিজাইন করা · ব্যবহারিক ক্লাস নেওয়া · তত্ত্বীয় ক্লাস নেওয়া · শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা |
০৬ | ডেমনস্ট্রেটর (ইলেকট্রনিক্স) | ০২ | · যে কোন বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী
· স্নাতক পর্যায়ে ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষার্থী · সপ্তাহে অন্তত ১০ ঘন্টা সময় দিতে সক্ষম · পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার |
· কোর্স ম্যাটেরিয়াল তৈরি
· এক্সপেরিমেন্ট ডিজাইন করা · ব্যবহারিক ক্লাস নেওয়া · তত্ত্বীয় ক্লাস নেওয়া · শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা |
ইন্টার্নশিপ করে যা পাওয়া যাবে
- সফলভাবে সম্পন্নকারী সকল ইন্টার্নকে সার্টিফিকেট প্রদান করা হবে
- পরবর্তীতে মাকসুদুল আলম বিজ্ঞনাগারের সকল কাজে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করবে।
- প্রয়োজনীয় প্রশিক্ষণ ল্যাবের পক্ষ হতে ব্যবস্থা করা হবে।
- প্রোগ্রামটি অবৈতনিক, তাই ইন্টার্নশিপ শেষে কোন টাকা পাওয়া যাবে না।