মাকসুদুল আলম ল্যাবের থাকবে নিজস্ব সার্টিফিকেট কোর্স। কোর্স হবে দুই ধাপে।
বিগিনার্স কোর্স হবে এক মাসব্যাপী মোট ৮ দিনের। প্রতিদিন তিন ঘন্টা করে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও ইলেক্ট্রনিক্স-রোবোটিক্স এর জন্য আলাদা আলাদা দুই দিন করে প্রাথমিক বিষয়গুলো শেখানো হবে। বিগিনার্স কোর্সে সবগুলো বিষয়ের মৌলিক ধারণা নেওয়ার পর একজন শিক্ষার্থী চাইলে এডভান্সড কোর্স শুরু করতে পারবে।
এডভান্সড
এডভান্সড কোর্স হবে বিগিনার্স কোর্স করা শিক্ষার্থীদের জন্য। এডভান্সড কোর্সে চারটি ভাগ থাকবে। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও রোবোটিক্স-ইলেক্ট্রনিক্সের প্রতিটি বিষয়ের জন্য আলাদা কোর্স থাকবে। শিক্ষার্থীরা পছন্দমত যে কোন কোর্স করতে পারবে। প্রতিটি কোর্স হবে ১০-১২ টি ক্লাসের। তত্ত্বীয় এবং ব্যবহারিক দুই অংশ মিলিয়ে প্রতিটি ক্লাস হবে তিন ঘন্টার।
অল্প কিছুদিনের মধ্যে কোর্সের বিস্তারিত জানানো হবে।