কাল্পনিক জগতের বিজ্ঞান
বিজ্ঞানের কাল্পনিক জগত নিয়ে দলগত সমস্যা সমাধান
আন্তর্জাতিক আলোক দিবস ২০২১ উদযাপনের অংশ হিসেবে ‘কাল্পনিক জগতের বিজ্ঞান’ নামে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই আয়োজনে বিজ্ঞানের কাল্পনিক সমস্যা নিয়ে দুইটি দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দলগুলোকে একটি কাল্পনিক ও আলোকতত্ত্বভিত্তিক ওপেন এন্ডেড সমস্যা দেওয়া হবে। সমস্যাটি নিয়ে দলীয় সদস্যরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। এরপর নিজেদের মধ্যে বিশ্লেষণ ও আলোচনা করে প্রদত্ত সমস্যার সম্ভাব্য উত্তর হিসেবে একটি বিশ্লেষণমূলক প্রেজেন্টেশন প্রস্তুত করবে।
এসপিএসবির কর্তৃক নির্বাচিত শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করবে। দুইটি দলের মধ্যে প্রতিযোগিতা হবে এবং উভয় দলকে প্রেজেন্টেশন পর্বে নিজ নিজ প্রেজেন্টেশন তুলে ধরবে এবং আলোচনা উপস্থাপন করবে। ইনোভেটিভ আইডিয়া, গাণিতিক বিশ্লেষণ ও যৌক্তিক ফলাফলের ভিত্তিতে একটা দল বিজয়ী হবে।
প্রতিযোগিতার প্রেজেন্টেশন পর্ব এসপিএসবি ফেসবুক পেইজ থেকে লাইভ সম্প্রচার করা হবে। শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে সৃষ্টিশীলতা দেখতে আপনাকে ফেসবুক লাইভে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাই। লাইভ আয়োজন দেখুন ৮ মে ২০২১, বিকাল ৩ টা। লাইভ লিংক: www.facebook.com/SPSBZone