
“Climate Awareness Quiz 01” শীর্ষক জলবায়ু সচেতনতা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ।
খুব শীঘ্রই ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।
*প্রতিষ্ঠানের নাম ভুল থাকলে ফলাফলের উপর কোন প্রভাব পড়বে না।

১. কুইজে অংশগ্রহনের লিংক: https://spsb.org/csquiz/
২. কুইজের জন্য নির্ধারিত সময়ে (রাত ৮:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত) লিংকটি ওপেন করে দেওয়া হবে, তখন লিংকের বাটনে ক্লিক করে কুইজে অংশ নিতে পারবে।
৩. ফর্মটি কেবল একবার পূরণ করতে পারবে। একবার সাবমিট করার পর উত্তর পরিবর্তনের সুযোগ নেই। ফর্ম পূরণ শেষে নির্ধারিত সময়ের মধ্যে সাবমিট বাটন ক্লিক করতে হবে।
৪. https://spsb.org/csquiz/ এই ওয়েব পেজের নিচের দিকে সবুজ রং এর দুইটি বাটন রয়েছে । একটি “জুনিয়র (৩য়-৭ম শ্রেণি)” এবং অপরটি “সিনিয়র (৮ম-১০ শ্রেণি)” নামে।
ঠিক রাত ৮:০০ টার পর তোমার ক্যাটাগরি অনুযায়ী বাটনে ক্লিক করে সরাসরি কুইজের গুগল ফর্মে গিয়ে কুইজে অংশগ্রহণ করা যাবে।
৫. নির্ধারিত সময়ের পরেও ফর্ম খোলা না পেলে তোমার ওয়েব পেজটি রিফ্রেশ করো। এবং পুনরায় উক্ত বাটনে ক্লিক করে কুইজের গুগল ফর্মে ক্লিক করো।
৬. রাত ৯:০০ টার পরে কুইজের ফর্ম বন্ধ করে দেওয়া হবে, তাই নির্ধারিত সময়ের পর উত্তরপত্র জমা দেওয়া যাবে না।
তোমার জন্য শুভকামনা রইলো।
– টিম বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি

“Climate Awareness Quiz 01” শীর্ষক জলবায়ু সচেতনতা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল
জুনিয়র ক্যাটাগরি | ||||
ক্রম | নাম | শ্রেণি | বিদ্যালয় | বিভাগ |
১ | অনন্য যারিফ আকন্দ | ৭ম | দি হলি চাইল্ড স্কুল, মানিকগঞ্জ | ঢাকা |
২ | এহতেশামুল হক ফুয়াদ | ৫্ম | মনিপুর উচ্চ বিদ্যালয় | ঢাকা |
৩ | মোঃনওফেল ইসলাম | ৭ম | যশোর জিলা স্কুল | খুলনা |
সেকেন্ডারি ক্যাটাগরি | ||||
ক্রম | নাম | শ্রেণি | বিদ্যালয় | বিভাগ |
১ | আবদুল্লাহ আল নাঈম | ১০ম | চট্টগ্রাম কলেজিয়েট স্কুল | চট্টগ্রাম |
২ | আজমাঈন ইনকিয়াদ | ১০ম | ক্যান্টনম্যান্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ | চট্টগ্রাম |
৩ | মাহদীন রহমান চৌধুরী | ১০ম | নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় | চট্টগ্রাম |