২য় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড │ রেজিস্ট্রেশন
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০১৬-এর বাংলাদেশ দল গঠনের লক্ষ্যে আগামী ২৭ আগস্ট, ২০১৬ তারিখ রোজ শনিবার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকায় বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) আয়োজন করছে ২য় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। বিডিজেএসও সংক্রান্ত আরও তথ্য জানা যাবে spsb.org/bdjso16 এই ঠিকানায়।
বিডিজেএসও-তে অংশ নিতে পারবে ষষ্ঠ-দশম শ্রেণির শিক্ষার্থীরা।
ক্যাটেগরি:
১. জুনিয়র (ষষ্ঠ-অষ্টম)
২. সেকেন্ডারি (নবম-দশম)
অলিম্পিয়াড ভেন্যু: ঢাকা টিচার্স ট্রেইনিং কলেজ, ঢাকা (ঢাকা কলেজের পাশে)।
গুগল ম্যাপ লিঙ্ক (https://goo.gl/maps/eysKg)
তারিখ: ২৭ আগস্ট, ২০১৬
সময়: সকাল ৮:০০
রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
রেজিস্ট্রেশন পদ্ধতি:
১. অফলাইন
সরাসরি এসপিএসবি অফিসে এসে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় পত্র বা বেতন রশিদ (অথবা শ্রেণির অন্য যে কোন প্রমাণপত্র) দেখিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। অফিসে রেজিস্ট্রেশন করা যাবে সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত। (এক্ষেত্রে এই ফরম পূরণের প্রয়োজন নেই)।
অফিসের ঠিকানা: ২১০/২ শেলটেক নিরিবিলি ২য় তলা (কমিউনিটি ফ্লোর), এ্যালিফেন্ট রোড,ঢাকা – ১২০৭
ফোন নাম্বার: ০১১৯১৩৮৫৫৫১ (সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা)
২.অনলাইন
01924016037 এই নাম্বারে ১০৫ টাকা বিকাশ করে এই ফরমটি পূরণ করতে হবে। ফরম পূরণের ৪৮ ঘন্টার মধ্যে মোবাইলে মেসেজের মাধ্যমে রেজিস্ট্রেশন কনফার্ম করা হবে। ৪৮ ঘন্টার মধ্যে কনফারমেশন না পেলে ০১৫২১১০৩১১৮ নম্বরে
সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা মধ্যে যোগাযোগ করা যাবে।
বিকাশ করবেন যেভাবে:
প্রদত্ত বিকাশ একাউন্টটি একটি মার্চেন্ট একাউন্ট। তাই বিকাশে টাকা জমা দিতে চাইলে পারসোনাল বিকাশ একাউন্ট থেকে টাকা জমা দিতে হবে। আপনার বিকাশ একাউন্ট না থাকলে আপনার আশপাশে বিকাশ এজেন্টের দোকানে সাহায্য নিতে পারেন। বিকাশ এজেন্টদের কাছে পারসোনাল বিকাশ একাউন্টও থাকে।
বিকাশে পেমেন্ট করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান
২. “পেমেন্ট” সিলেক্ট করুন
৩. 01924016037 নাম্বারটি প্রবেশ করান
৪. টাকার পরিমাণ ১০৫ টাকা লিখুন
৫. রেফারেন্স হিসেবে লিখুন “J”
৬. কাউন্টার নম্বর লিখুন “9”
৭. আপনার বিকাশ মোবাইল মেন্যু পিনটি দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন
পেমেন্টটি সফল হলে আপনি বিকাশ থেকে একটি কনফার্মেশন মেসেজ পাবেন। যেখানে একটি ট্রানজেকশন নাম্বার থাকবে। সেই ট্রানজেকশন নাম্বার দিয়ে নিচের ফরমটি পূরণ করুন।
বি. দ্র.: আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ৩০০ জন শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবে।