আইজেএসও বাংলাদেশ দল ২০১৬
গত ২৭ আগস্ট ২০১৬ তারিখে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-এর আয়োজনে টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকায় অনুষ্ঠিত হয় ২য় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। সেখান থেকে বাছাইকৃতদের নিয়ে ৪-৬ সেপ্টেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজন করা হয় ২য় বিডিজেএসও ক্যাম্প। ১৮ সেপ্টেম্বর বিডিজেএসও ক্যাম্পের পরীক্ষা এবং অন্যান্য পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করা ১৫ জন টিম সিলেকশন টেস্টে (টিএসটি) অংশ নেয়।
২য় বিডিজেএসও, ২য় বিডিজেএস ক্যাম্প টেস্ট এবং টিএসটি-এই তিনটি পরীক্ষার ফলাফল, ক্যাম্পের পারফরম্যান্স, অভিজ্ঞতা, বিভিন্ন বিষয়ের দক্ষতা ইত্যাদি সবকিছু বিবেচনায় নিয়ে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ১৩তম ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য ৬ সদস্যের বাংলাদেশ দল নির্বাচন করা হয়েছে। নিম্নোক্ত ছয়জন এবছর আইজেএসও-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির পক্ষ হতে আইজেএসও বাংলাদেশ দলকে অভিনন্দন ও শুভকামনা।
Name | Institution | |
1 | A.K.M Sadman Mahmud | Pabna Zilla School |
2 | Ahmed Nafis Farhan | Nasirabad Govt High School, Chittagong |
3 | Fardeem Munir | Sir John Wilson School |
4 | MIRAZ AHAMMAD SADI | BAF SHAHEEN ENGLISH MEDIUM SCHOOL |
5 | Nihal Zuhayar Parash Miaji | Comilla Zilla School |
6 | Tahmid Mosaddek | Notre Dame College, Dhaka |