Skip to content

বহু জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

https://flic.kr/p/GdrKcA

১. কিভাবে রেজিস্ট্রেশন করব?
উত্তর: রেজিস্ট্রেশন আপনি চাইলে অনলাইন/অফলাইন যেকোনো উপায়ে করতে পারেন।
রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
অনলাইন: অনলাইন রেজিস্ট্রেশন করতে http://spsb.org/bdjso16/registration/ এই লিঙ্কে ক্লিক করুন।
অফলাইন: অফলাইন রেজিস্ট্রেশনের জন্য সপ্তাহে যেকোনো দিন সকাল ১১ টা থেকে ৩ টার মধ্যে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এর অফিসে (শেলটেক নিরিবিলি (২য় তলা), ২১০/২, এলিফ্যাণ্ট রোড, ঢাকা, বাংলাদেশ) এসে সরাসরি ফি প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।সেক্ষেত্রে অনলাইনের ফর্মটি পূরন করতে হবে না।

২. কারা পরীক্ষায় অংশ নিতে পারবে?
উত্তর: বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও) ২ টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। 
ক. জুনিয়রঃ এই ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।
খ. সেকেন্ডারিঃ এই ক্যাটাগরিতে নবম ও দশম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

 

৩. আইজেএসও দল কিভাবে নির্ধারণ করা হবে?
উত্তর: বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে পরবর্তীতে অনাবাসিক ক্যাম্প করা হবে। এই ক্যাম্প থেকে আইজেএসও দল নির্বাচন করা হবে।

৪. ক্যাম্পে অংশ নিবে কতজন?
উত্তর: বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ২ ক্যাটাগরি থেকে বিজয়ী ৪০ জনকে প্রাথমিকভাবে ক্যাম্পের জন্য নির্বাচন করা হবে। এই বিজয়ী ৪০ জনকে নিয়ে ক্যাম্প করা হবে।

৫. আইজেএসও তে অংশ নেবার প্রয়োজনীয় খরচ কিভাবে ঠিক করা হবে?
উত্তর: আইজেএসও টিমের জন্য নির্বাচিত হবার পরে পরীক্ষার্থীকে আইজেএসও তে যাবার সম্পূর্ণ খরচ নিজে বহন করতে হবে।

৬. বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে কি স্কুল পোশাক পরে আসতে হবে?
উত্তর: বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অনুষ্ঠানের দিন পরীক্ষার্থীকে অবশ্যই স্কুল পোশাক পরে আসতে হবে।

৭. পরীক্ষায় কি ক্যালকুলেটর ব্যাবহার করা যাবে?
উত্তর: নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যাবহার করা যাবে।

৮. কোন বই থেকে পরীক্ষার প্রস্তুতি নিব?
উত্তর: বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের সিলেবাস অনুসরণ করে যেকোনো বই বা রেফারেন্স থেকে প্রস্তুতি নেয়া যাবে। এক্ষেত্রে কোন বাঁধাধরা বই নির্বাচিত নেই।

৯. আইজেএসও-২০১৬ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: এবারের ১৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও) ২ থেকে ১১ ডিসেম্বর, ২০১৬ এর মধ্যে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হবে।

১০. বিডিজেএসও কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: এবারের বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড টিচার্স ট্রেনিং কলেজ (ঢাকা কলেজের পাশে), ঢাকায় অনুষ্ঠিত হবে।