বিডিজেএসও ২০১৬

এই বছর বিডিজেএসওর সম্ভাব্য সময় আগস্ট-সেপ্টেম্বর মাস।

যারা বিডিজেএসওতে অংশ নিতে চাও তারা কয়েকটা বিষয় মাথায় রাখতে পারো—

১. অংশগ্রহণ করতে চাইলে তোমাকে ক্লাস সিক্স বা তার উপরের ক্লাসের হতে হবে এবং তোমার বয়স ১৬ বছরের নিচে হতে হবে। আরেকটু স্পষ্ট করে বললে, তোমার জন্ম যদি ২০০১ সালের ১ জানুয়ারি বা তার পরে হয়, এবং তুমি ক্লাস সিক্স বা তার উপরের ক্লাসে পড়, তাহলে তুমি অংশগ্রহণ করতে পারবে।

২. ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি থাকবে জুনিয়র ক্যাটাগরিতে, আর নবম শ্রেণি বা তার উপরের ছাত্রছাত্রীরা সেকেন্ডারি ক্যাটাগরি।

৩. বিডিজেএসও থেকে নির্বাচিত ছাত্রছাত্রীদের নিয়ে এক বা একাধিক ক্যাম্প করানো হবে। ক্যাম্পের সেরাদের নিয়ে বানানো হবে বাংলাদেশ আইজেএসও দল।

৪. আইজেএসও হয় ডিসেম্বর মাসে এবং এ বছর এটি অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার বালিতে।