জলবায়ু হচ্ছে একটি অঞ্চলের তাপমাত্রার তারতম্য, আর্দ্রতা, বায়ুমন্ডলীয় চাপ, বায়ু, বৃষ্টিপাত, বায়ুমন্ডলীয় কণা গণনা এবং আবহাওয়া সংক্রান্ত অন্যান্য বিষয়ের গড় পরিমাপ। কোনো অঞ্চলের মানুষের জীবনযাপন নির্ভর করে এই জলবায়ুর উপর। । এই জলবায়ুর পরিবর্তন কোনো কোনো অঞ্চলের জন্য হয়ে উঠতে পারে ধ্বংসাত্মক।
বর্তমান মহামারীর এই সময়ে, অনলাইন কে ভরসা করেই এগিয়ে চলেছে গোটা বিশ্ব। আমাদের জীবনে জলবায়ুর ভূমিকা সম্পর্কে সচেতন করতে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহায়তায় অনলাইন মাধ্যমে আয়োজিত হতে যাচ্ছে Bangladesh Climate Science Olympiad 2021। অলিম্পিয়াডটি হবে দুটো পর্যায়ে। প্রথম পর্যায়ে বাছাইয়ে পর অংশগ্রহনকারী জাতীয় পর্যায়ে অংশগ্রহন করতে পারবে। জাতীয় পর্যায়ে চূড়ান্ত অলিম্পিয়াডে বিজয়ীরা সনদ প্রাপ্তির পাশাপাশি International Climate Science Olympiad 2021- এ অংশগ্রহণের জন্য প্রস্তুতিস্বরূপ অনলাইন ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পাবে। উক্ত ক্যাম্প তাদের প্রশিক্ষণ ও মেন্টরশীপের মাধ্যমে আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে।
১৪-১৭ বছর বয়সী যে কেউ বাংলাদেশ জলবায়ু বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবেন।
Facebook Page: https://www.facebook.com/BDClimateScienceOlympiad/
Registration Link : https://bdcso.onlinequiz.io/
প্রথম রাউন্ড : এমসিকিউ
দ্বিতীয় রাউন্ড : কেস স্টাডি + ম্যাথ + সমস্যা
রাউন্ড ১: ১৬ জুলাই, ২০২১, বিকেল ৩টা , ৩০ মিনিট
জাতীয় পর্যায়: ১৯ জুলাই ২০২১ , বিকেল ৩ টা , দেড় ঘন্টা
অনলাইন ক্যাম্প: ২৬ জুলাই ২০২১ – ৩০ জুলাই ২০২১
সমাপণী: ৩০ জুলাই ২০২১