
অনলাইন ডেস্ক: মেধার বিকাশ ঘটিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের যোগ্যতার পরিচয় দেওয়াই নতুন প্রজন্মের মূল লক্ষ্য। আর সেজন্য বেশি বেশি করে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চ্চায় নিজেদের নিয়োজিত করতে হবে। 2 ঢাকার ধানমন্ডির নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৩য় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) ঢাকা আঞ্চলিক পর্বের উদ্বোধনী পর্বে অতিথিরা একথা বলেন। বক্তারা আশা প্রকাশ করেন নেদারল্যান্ডে বাংলাদেশের শিক্ষার্থীরা বিগত বছরের ধারাবাহিকতা রক্ষা করে আগামীতে আরও ভাল করবে।
আজ (৪ আগস্ট) সকাল ৯.৩০ মিনিটে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয়, বাংলাদেশ ও আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের পতাকা উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দেশের জেষ্ঠ্য বিজ্ঞানী ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ)-এর ট্রাস্টি ড. রেজাউর রহমান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিন চৌধুরী, বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) সহসভাপতি মুনির হাসান, সাধারণ সম্পাদক ওবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনির হাসান প্রমূখ।
উদ্বোধনের পর ঢাকা এবং আশেপাশের অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫৫০ জন শিক্ষার্থী পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে সোয়াঘন্টার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষার ফলাফল আয়োজনের ওয়েবসাইটে (www.bdjso.org) প্রকাশ করা হবে আয়োজনগণ জানিয়েছেন।
স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলের সদস্যদের নির্বাচিত করার লক্ষ্যে দেশের ৯টি অঞ্চলে আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল ৫ আগস্ট চট্টগ্রাম ও ময়মনসিংহে অবশিষ্ট দুইটি আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত হবে। আঞ্চলিকের বিজয়ীদের নিয়ে আগামী ১২ আগস্ট ২০১৭, শনিবার ফার্মগেট সংলগ্ন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে ৩য় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)-এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন বিডিজেএস আয়োজন করছে। সহযোগী হিসেবে আছে দৈনিক প্রথম আলো এবং ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা।
Published ono A1News