Skip to content

সিলেটে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব | Prothom-Alo

      জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে পরীক্ষা দিচ্ছে প্রতিযোগীরা

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) জন্য বাংলাদেশ দল নির্বাচন করার লক্ষ্যে গতকাল শনিবার সিলেটে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। নয়টি শহরে হচ্ছে আঞ্চলিক পর্ব। গত শুক্রবার থেকে আঞ্চলিক পর্ব শুরু হয়। জুনিয়র, সেকেন্ডারি ও বিশেষ—এই তিনটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে বিডিজেএসওর আঞ্চলিক পর্ব।

সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আঞ্চলিক পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়। এর উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান রেজা সেলিম।

আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় জাতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)। প্রথম আলো এবং বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞান চিন্তা আয়োজনে সহযোগিতা করছে। আয়োজনের পৃষ্ঠপোষক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।

Published on Daily Prothom-Alo