ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) জন্য বাংলাদেশ দলের সদস্য নির্বাচন এবং দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় আগ্রহী করে তুলতে দ্বিতীয়বারের মতো ঢাকায় বসছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। ২৭ আগস্ট শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে অনুষ্ঠেয় এ অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান জানান, বাংলাদেশের শিক্ষার্থীরা এরই মধ্যে গণিত, পদার্থবিজ্ঞান, প্রোগ্রামিং ও জ্যোতির্বিদ্যার আন্তর্জাতিক অলিম্পিয়াডে ভালো করেছে। গত বছর কোরিয়ায় অনুষ্ঠিত আইজেএসওতে প্রথমবারের মতো অংশ নিয়ে ব্রোঞ্জপদকও জিতেছে। এবারও দেশের খুদে বিজ্ঞানীরা দেশের জন্য সুনাম বয়ে আনবে। ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম থেকে একাদশ শ্রেণির দুটি বিভাগে নিবন্ধনের মাধ্যমে অংশ নেওয়া যাবে। বিস্তারিত : https://spsb.org/bdjso16/registration

Published on Kalerkantha