20157373_1481019508672463_7681481308557515537_o

দেশব্যাপী শুরু হয়েছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) নিবন্ধন।

নেদারল্যান্ডসের আমস্টার্ডামে অনুষ্ঠেয় ১৪তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও) এর বাংলাদেশ দল নির্বাচন করতে দেশে এই আয়োজন তৃতীয়বারের মতো।

শনিবার থেকেই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আঞ্চলিক পর্বে অংশ নিতে আগে এলে আগে পাবেন ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী নিবন্ধনের সুযোগ পাবে।

এবারের বিডিজেএসও-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে নয়টি শহরে। অঞ্চলগুলো হচ্ছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, দিনাজপুর ও লক্ষ্মীপুর।

20232031_1482340141873733_5478640207249146651_o

অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে তিনটি ক্যাটাগরিতে, জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম), সেকেন্ডারি (নবম ও দশম) ও বিশেষ (একাদশ ও দ্বাদশ, এক্ষেত্রে ১ জানুয়ারি ২০০২-এর পর যাদের জন্ম)।

নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে—
ঢাকা অঞ্চল :
শেলটেক নিরিবিলি (২য় তলা), ২১০/২ এলিফেন্ট রোড, ঢাকা, মোবাইল: ০১৯৭১৩৮৫৫৫১।

চট্টগ্রাম অঞ্চল : জেলা শিল্পকলা একাডেমি, এম এম আলী রোড, দামপাড়া, চট্টগ্রাম, মোবাইল : ০১৫২১৩২৮৮৪২।

খুলনা অঞ্চল : সানশাইন এডুকেশন কেয়ার (২য় তলা ), ১০/৬ পুলিশ লাইন পূর্ব গলি, খুলনা, মোবাইল: ০১৬১০১৩৫৭৯০।

রাজশাহী অঞ্চল : রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব, তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে, মোবাইল : ০১৭৫৩৮৪১৮১৬।

বরিশাল অঞ্চল : ডি ডব্লিও এফ নার্সিং কলেজ, সি এন্ড বি রোড, বরিশাল, মোবাইল : ০১৬৭১৬৩৯১৬১।

সিলেট অঞ্চল : কর্মশালা, এ বিল্ডিং, শাবিপ্রবি, সিলেট, মোবাইল : ০১৮৪২৪১৪০৭৯।

ময়মনসিংহ অঞ্চল : এইচ. এ. ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজ, খান কমপ্লেক্স, তারাকান্দা বাজার, ময়মনসিংহ, মোবাইল : ০১৭১৬৯২০৭৫০।

দিনাজপুর অঞ্চল : দিনাজপুর ম্যাথ ক্লাব, সদর হাসপাতাল মোড়, গুলকুঠি রোড, দিনাজপুর, মোবাইল : ০১৭২৫০১৩১৪৬।

লক্ষ্মীপুর অঞ্চল :  লক্ষ্মীপুর গণিত ক্লাব, হায়দার শপিং কমপ্লেক্স , হসপিটাল রোড, লক্ষ্মীপুর, মোবাইল : ০১৫২১২৫৩০৯৮।
20157135_1481170115324069_7659691350542988574_o

আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে বিডিজেএসও-এর জাতীয় পর্ব। জাতীয় পর্বের বাছাইকৃতরা অংশ নিবে তৃতীয় বিডিজেএসও ক্যাম্পে। ক্যাম্প থেকে নির্বাচন করা হবে নেদারল্যান্ডসে যাওয়ার জন্য ছয় সদস্যের বাংলাদেশ দল।

বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। আয়োজনটির পৃষ্ঠপোষক আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড।