চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে কর্মশালার মাধ্যমে চলছে চট্টগ্রামে তিনদিন ব্যাপী বেসিক আরডুইনো চট্টগ্রাম কর্মশালা। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল ও সিএসই বিভাগের ৪৫ জন শিক্ষার্থী গত শুক্রবার এই আয়োজনে অংশ নিয়েছে। মাকসুদুল আলম বিজ্ঞানাগারের (ম্যাসল্যাব) আয়োজনে সহায়তা করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (বাবিজস) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। পৃস্ঠপোষক হিসাবে রয়েছে কম্পিউটার সার্ভিসেস লিমিটেড।
কর্মশালায় শিক্ষার্থীরা রোবটিক্স গবেষণার পাশাপাশি বিভিন্ন ছোট সমস্যা সমাধানের জন্য ইলেক্ট্রনিক্সের বহুল পরিচিত কিট আরডুইনো ব্যবহার করেছে । বর্তমানে রোবটিক্স কিংবা প্রোগ্রামবেজ প্রজেক্ট তৈরির ক্ষেত্রে আরডুইনো ডেভেলপমেন্ট কিট বেশ জনপ্রিয়। দিনব্যাপী এই কর্মশালায় হাতে-কলমে দেখানো হয়েছে কীভাবে এই ওপেনসোর্স হার্ডওয়্যারটি কাজ করে।
আরডুইনো পিন কনফিগারেশন, মাইক্রোকন্ট্রোলার, বেসিক ইলেকট্রনিক্স, সিরিয়াল কমুনিকেশন, লেড জ্বালানো নিয়ন্ত্রন, ডিজিটাল পিনের ব্যবহার, এনালগ পিনের ব্যবহার ,পালস উইথ মডুলেশন (পিডাবলুএম), টেমপারেচার সেন্সর , সোনার সেন্সর , সারভো মোটর , পুশ বাটন, পটেনশিওমিটার, এলসিডি ডিসপ্লে এবং বার্জারের ব্যবহার দেখানো হয়। সবাই মিলে ১০টি বেসিক প্রোজেক্টে কাজ করে।
কমর্শালার অভিজ্ঞতা নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান উদ্দীন জানান, ‘আরডুইনো দিয়ে কাজ করা খুব সহজ। একটু প্রোগ্রামিং জানা থাকলেই যেকোনো বয়সের যেকেউ আরডুইনো নিয়ে কাজ করতে পারে। আজকে নিজের হাতে এখানে এটার ব্যবহার শিখতে পাওয়া ছিল দারুন এক নতুন অভিজ্ঞতা।’ রেদওয়ান ফেরদৌসের নেতৃত্বে বাবিজস ও বিডিওএসএনের একাডেমিক সদস্যগণ কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান ড. তৌফিক সাঈদ ও শিক্ষক টুটন মল্লিক।
বাংলাদেশে ইন্টারনেট অব থিংসকে(আইওটি) জনপ্রিয় করার জন্য এই কর্মশালা আয়োজন করা হয়েছে বলে জানান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোশাররফ হোসেন টিপু। কর্মশালার মেন্টর ওয়ালটনের হেড অব ইলেকট্রিকাল রেদওয়ান ফেরদৌস জানান প্রতিটি ওয়ার্কশপ থেকে সেরা ৪ জনকে নির্বাচিত করা হচ্ছে এডভান্স আরডুইনো ওয়ার্কশপের জন্য।
তাদের উচ্চতর প্রশিক্ষণ দিয়ে ইন্টারনেট অব থিংস নিয়ে বাস্তবমুখী সমস্যা সমাধানে উদ্বুদ্ধ করা হবে বলেও তিনি জানান। ১২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং ১৩ আগস্ট আইআইইউসিতে পরবর্তী কর্মশালা অনুষ্ঠিত হবে।
Published on Bigganprojukti.com