ছোটবেলায় ইলেকট্রনিকস খেলনা ভেঙে গেলে সবুজ পাতের মতো একটা ‘বস্তু’ বের হয়ে আসতে আমরা অনেকেই দেখেছি! সেই পাতটাই যে ইলেকট্রনিক খেলনাটির সবকিছু নিয়ন্ত্রণ করে, সেটা তখন কে বুঝত। হ্যাঁ, এই সবুজ রঙের পাতের ওপর মাইক্রোকন্ট্রোলার (কোডনিয়ন্ত্রিত সার্কিট) বসিয়ে খেলনা নিয়ন্ত্রণ করা হয়। এই বস্তুটির আরেক নাম-আরডুইনো।
আরডুইনো হচ্ছে একটা ওপেন সোর্স ইলেকট্রনিক প্ল্যাটফর্ম, যেটা আমাদের হার্ডওয়্যার আর সফটওয়্যার নিয়ে একসঙ্গে কাজ করার সুবিধা করে দিয়েছে। ল্যাঙ্গুয়েজের বড় বড় জটিল কোডকে সহজেই সি বা সি প্লাস প্লাস দিয়ে লিখছি। সেগুলো সহজে আরডুইনোতে লোডার দিয়ে লোড করা যাচ্ছে। ফলাফল যেভাবে চাইছি, মনের মতো করে রোবট চালাতে পারছি। শুধু রোবটের ক্ষেত্রেই নয়, যেকোনো ধরনের হার্ডওয়্যার বা ইলেকট্রনিক সামগ্রীর কাজের ক্ষেত্রে আগ্রহী বা অভিজ্ঞ সবার জন্যই এক উপকারী বস্তু হয়ে দাঁড়িয়েছে এই আরডুইনো।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির আগামি কর্মশালার বিষয়বস্তু হচ্ছে এই আরডুইনো। কর্মশালায় ৩য় শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারবে, তবে অংশগ্রহণকারী শিক্ষার্থীর অবশ্যই সি/ সি++ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। আগে আসলে আগে পাবে ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক।
কর্মশালার সারসংক্ষেপ:
কবে হবে: ১৩ জুন ২০১৭
ক্যাম্পের সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭ টা ।
কোথায় হবে: বিশ্ব সাহিত্য কেন্দ্র, ঢাকা।
ট্রেইনার: বাবিজসের একাডেমিক মেন্টরবৃন্দ।
খরচের উৎস: অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি প্রদান করবে।
রেজিস্ট্রেশন ফি: স্কুল- কলেজ শিক্ষার্থী ৫০০ টাকা (প্রতিজন) এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ৬০০ টাকা (প্রতিজন) ।
রেজিস্ট্রেশন পদ্ধতি:
017390666859 এই নাম্বারে নির্দিষ্ট পরিমাণ টাকা ( স্কুল- কলেজ শিক্ষার্থী ৫০০ টাকা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ৬০০ টাকা) ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং-র রকেট (DBBL Mobile Banking) করতে হবে। টাকা পাঠানোর পর এই ফর্মটি পূরণ করতে হবে।
https://goo.gl/forms/KNpS3mLksMEvriCl2।
ফরম পূরণের ৪৮ ঘন্টার মধ্যে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে রেজিস্ট্রেশন কনফার্ম করা হবে। ৪৮ ঘন্টার মধ্যে কনফার্মেশন না পেলে 01521246858 নম্বরে সকাল ১১ টা থেকে রাত ৯ টার মধ্যে যোগাযোগ করা যাবে।
রকেট করবেন যেভাবে:
প্রদত্ত রকেট একাউন্টটি একটি পার্সোনাল অ্যাকাউন্ট। তাই টাকা জমা দিতে চাইলে পার্সোনাল অথবা এজেন্ট দুই ধরণের অ্যাকাউন্ট থেকেই টাকা জমা দেওয়া যাবে। আপনার রকেট অ্যাকাউন্ট না থাকলে আপনার আশপাশে ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং-র এজেন্টের দোকানের সাহায্য নিতে পারেন অথবা আপনি যদি নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানোর পদ্ধতিটি জানতে চান তাহলে ভিজিট করুন https://www.dutchbanglabank.com/rocket/p2p.html
পেমেন্টটি সফল হলে আপনি রকেট অ্যাকাউন্টে একটি কনফার্মেশন মেসেজ পাবেন। যেখানে একটি ট্রানজেকশন নাম্বার (TrxID) থাকবে। সেই ট্রানজেকশন নাম্বার ফর্মের নিচের অংশে লিখতে হবে।
ফর্ম পূরণ করার ৪৮ ঘণ্টার মধ্যে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বার জানিয়ে দেওয়া হবে। ম্যাসেজটি সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে সকল ক্ষেত্রে ওই রেজিস্ট্রেশন নম্বরটি প্রয়োজন হবে।
বি. দ্র : শিক্ষার্থীকে অবশ্যই সি/ সি++ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। ইফতারির ব্যবস্থা থাকবে।
ফেসবুকে কানেক্ট থাকতে- https://goo.gl/sfNU3n
যেকোনো প্রয়োজনে যোগাযোগ:
০১৭৩৮২৮০৭৬৭ (কামরুল হাসান)