Skip to content

scholarship for ব্যবহারিক বিজ্ঞানের হাতেখড়ি

স্কলারশিপ আবেদন: ব্যবহারিক বিজ্ঞানের হাতেখড়ি

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি)-এর পক্ষ হতে কোর্সে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কতগুলো স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে।

স্কলারশিপ পাবে মোট ৮ জন।

২ জন কোর্স ফি এর ১০০%, ২ জন ৭৫% এবং বাকি ৪ জন ৫০% স্কলারশিপ পাবে।

স্কলারশিপের জন্য যে কেউ আবেদন করতে পারবে। আবেদনগুলো যাচাই করে স্কলারশিপ দেওয়া হবে। আবেদন যাচাইয়ের ক্ষেত্রে আবেদন পত্রের প্রশ্নগুলোর উত্তর মূল্যায়ন করা হবে বিশেষভাবে।

আবেদন করার কোন শেষ সময় নেই, আগে আবেদন করলে তাই স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বেশি।

প্রথমে নিচের ফর্মটি পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার পর স্কলারশিপ এর জন্য নির্বাচিত হলে মোবাইলে স্কলারশিপ কোড জানিয়ে দেওয়া হবে, প্রাপ্ত স্কলারশিপের পর বাকি রেজিস্ট্রেশন ফি 01671159435 নম্বরে বিকাশ করে https://spsb.org/maslab/courses/beginners1/registration লিংকে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।