২৩ এবং ২৪ সেপ্টেম্বর ঢাকার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-এসপিএসবি শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৬। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের উদ্যোগে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এটি আয়োজন করা হয়।
সারা দেশের বিভিন্ন স্কুল এবং কলেজ থেকে প্রায় ৫০০ শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা কংগ্রেসে ৩টি ক্যাটেগরিতে অংশ নেয়্— প্রাইমারি (৩য়-৫ম), জুনিয়র (৬ষ্ঠ-৯ম) এবং সিনিয়র (১০ম-দ্বাদশ)। ৫৮টি বৈজ্ঞানিক পেপার, ৪৩ টি বৈজ্ঞানিক পোস্টার এবং ৯৫ টি বিজ্ঞান প্রজেক্ট শিক্ষার্থীরা কংগ্রেসে উপস্থাপন করেছে।
বিএফএফ-এসপিএসবি শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৬ তে ৯টি সায়েন্টিফিক পেপার, ৯টি পোস্টার এবং ৯টি সায়েন্স প্রজেক্টকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া কংগ্রেসের সেরা ৩টি গবেষণাকাজকে পেপার অফ দ্যা কংগ্রেস, পোস্টার অফ দ্যা কংগ্রেস এবং প্রজেক্ট অফ দ্যা কংগ্রেস হিসেবে পুরস্কার দেয়া হয়েছে।
কংগ্রেসে বিজয়ীদের তালিকা এখানে পাওয়া যাবে: http://cscongress.net/updates/cscongress16result