শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস, চিলড্রেন সায়েন্স ওয়ার্ল্ড, রুরবল সায়েন্স সেমিনার-এর পাশাপাশি এ বছর থেকে শুরু হবে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড। জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড থেকে টিম যাবে আইজেএসও-তে। এছাড়া থাকছে আন্তর্জাতিক নানান আয়োজনে বাংলাদেশের শিক্ষার্থীদের যুক্ত করার কাজ। কাজ অনেক, হাত কম। আমাদের আরো অনেক হাত দরকার। কারণ এই একটিভিটিগুলো আমরা গ্রামে গঞ্জেও করতে চাই। কাজে সারাদেশেই ভলান্টিয়ার দরকার।
আবার অনেকেই তাদের নিজেদের এলাকায় এসপিএসবির শাখা খুলতে আগ্রহী কিংবা নিজের ক্যাম্পাসে একটা কিছু করতে চায়। তাদেরকেও আমাদের সাধ্যমত সহায়তা করতে চাই আমরা। এসব কারণেই এই স্বেচ্ছাসেবীদের আহবান।
তো, যাদের আগ্রহ আছে তাদের জন্য – http://goo.gl/forms/FZLf72AL1M