চিলড্রেন সায়েন্স ওয়ার্ল্ডের তৃতীয় পর্বটি অনুষ্ঠিত হয়েছে ২৫ মার্চ, বুধবার টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজে। বুয়েটের তড়িৎকৌশল বিভাগের শিক্ষক সৌমিত্র রায় জয় “ফাইবার অপটিক্স: কানেক্টিক দ্যা ওয়ার্ল্ড উইথ লাইট” বিষয়টি নিয়ে কথা বলেন এই পর্বটিতে। দুইশোর বেশি শিক্ষার্থী বক্তৃতাটি উপভোগ করে। অপটিক্যাল ফাইবার কীভাবে কাজ করে, কীভাবে আলোকে ব্যাবহার করে আমরা দেখার পাশাপাশি আমরা শুনতেও পাই, অপটিক্যাল ফাইবারের বিভিন্ন ব্যাবহারসহ এটির বিভিন্ন মজার দিক তুলে ধরা হয় বক্তৃতায়। বক্তৃতা শেষে ছিলো প্রশ্নোত্তর পর্ব। শিক্ষার্থীরা এই অংশে আলো এবং অপটিক্যাল ফাইবার নিয়ে তাদের মনে আসা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করার সুযোগ পেয়েছে।
জাপানভিত্তিক বিজ্ঞান সংস্থা এনপিও সায়েন্স ফোরাম ২১ এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিকরণ সমিতি যৌথভাবে আয়োজন করছে “চিলড্রেন সায়েন্স ওয়ার্ল্ড” নামে স্কুলের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বক্তৃতার এই আয়োজন। এবছর ছয়টি স্কুলে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজনটি।