২ এপ্রিল চিলড্রেন সায়েন্স ওয়ার্ল্ড এর ষষ্ঠ পর্বটি অনুষ্ঠিত হয়েছে ঢাকার লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয়ে। এই পর্বে “প্রকৃতি অনুপ্রাণিত মাইক্রো ইঞ্জিনিয়ারিং” নিয়ে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলেন ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মোঃ নুরুজ্জামান খান।
তিনি বিজ্ঞানের আধুনিক গবেষণাগুলা কিভাবে আমাদের চারপাশের প্রকৃতি থেকে অনুপ্রাণিত সেইসব উদাহরণ তুলে ধরেন। আধুনিক গবেষণায় যে স্মার্ট ম্যাটেরিয়ালের ব্যবহার বাড়ছে সেটিও তিনি তার বক্তব্যের মাধ্যমে ব্যাখ্যা করেন।
গাছের পাতা কিংবা বিশেষ করে কচু পাতায় পানি পড়লে আমরা সকলেই দেখি পাতাটি ভিজেনা, যতই পানি দেয়া হোক না কেন, পাতাকে না ভিজিয়েই পানি পড়ে যায়। প্রকৃতির এইসব চমৎকার রহস্য নিয়ে বিজ্ঞানীরা আজ কি কি গবেষণা করছেন সেটিও ড. খান ভিডিওচিত্রের মাধ্যমে তুলে ধরেন।
বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্ব ছিল, যেখানে শিক্ষার্থীরা প্রশ্ন করেছে বক্তৃতার বিভিন্ন বিষয় নিয়ে। ভালো প্রশ্নের জন্য পুরষ্কার দেয়া হয়েছে।