চিলড্রেন সায়েন্স ওয়ার্ল্ড হচ্ছে স্কুলের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানের বিভিন্ন মজার বিষয় নিয়ে আয়োজিত বিজ্ঞান বক্তৃতা। জাপানভিত্তিক বিজ্ঞান সংস্থা এনপিও সায়েন্স ফোরাম ২১ এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি যৌথভাবে এই আয়োজনটি করছে। এবছর ৬টি স্কুলে এটি আয়োজন করা হচ্ছে। এর প্রথম দুটি পর্ব অনুষ্ঠিত হয়েছে গত ২৩ মার্চ, সোমবার নারায়ণগঞ্জ হাই স্কুলে এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক খন্দকার সমাহার সালেম এই পর্ব দুটিতে “দৈনন্দিন জীবনে রসায়ন” বিষয়টি নিয়ে বক্তৃতা দেন।
আমাদের দৈনন্দিন জীবনে রসায়ন কীভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেটি এই বক্তৃতায় তুলে ধরা হয়। টুথপেস্ট থেকে শুরু করে কৃষি, শিল্প, বাণিজ্যের প্রায় সব ক্ষেত্রেই বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে। প্রসাধন সামগ্রী কিংবা সাবানের মতো নিত্য ব্যবহার্য পণ্য উৎপাদন এবং ব্যবহারের প্রতিটি পর্যায়েই আছে রসায়ন। খন্দকার সমাহার শিক্ষার্থীদের কাছে প্রতিদিনের জীবনযাপনে রসায়নের যে মজার দিকগুলি আছে, সেটি তুলে ধরেন। বক্তৃতায় প্রেজেন্টেশনের পাশাপাশি দেখানো হয় রসায়ন না থাকলে আমাদের জীবন আসলে কীরকম হতো, সেটি নিয়ে মজার ভিডিও ক্লিপ। বক্তৃতা শেষে ছিল প্রশ্নোত্তর পর্ব। সেরা প্রশ্নগুলির জন্য শিক্ষার্থীদের পুরষ্কার দেয়া হয়।
নারায়ণগঞ্জ হাই স্কুলে প্রায় একশো এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে দেড়শোর বেশি শিক্ষার্থী এই বক্তৃতা দুটি উপভোগ করে।