ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ১৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে যোগ দিয়েছে বাংলাদেশের ছয়জন খুদে বিজ্ঞানী। এটি ১৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড।
বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে লাল-সবুজের পতাকা নিয়ে বিজ্ঞানের এই মহাযজ্ঞে যাবে সারাদেশ থেকে বাছাই করা এই শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা হলেন স্যার জন উইলসন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফারদিম মুনির, নটরডেম কলেজের তাহমিদ মোসাদ্দেক, পাবনা জিলা স্কুলের এ কে এম সাদমান মাহমুদ আবির, কুমিল্লা জিলা স্কুলের নিহাল জুহায়ের পরশ মিয়াজী, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের আহমেদ নাফিস ফারহান এবং বিএফ শাহীন ইংলিশ স্কুলের শিক্ষার্থী মিরাজ আহমেদ সাদি।
এই ছয় প্রতিযোগীর দলনেতা হিসেবে যাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মাদী, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহকারী একাডেমিক কো অর্ডিনেটর মো. জুনায়িদুল ইসলাম এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মো. মোরশেদ আলম।