২৩ মার্চ, সোমবার নারায়ণগঞ্জ হাই স্কুল এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত হয়েছে আলোর ঝিলিকের ৯ম এবং ১০ পর্ব। প্রতিটি পর্বেই দুটি আলাদা সেশন ছিল। প্রতিটি সেশনে অংশ নিয়েছে প্রায় ৪০ জন শিক্ষার্থী। ঢাকার বাইরে এই নিয়ে দ্বিতীয়বারের মতো হলো আলোর ঝিলিক।
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আলোর বছর ২০১৫ উপলক্ষে আলোর ধর্মগুলি স্কুলের শিক্ষার্থীদের হাতেকলমে দেখানো হয় আলোর ঝিলিক নামের আয়োজনটিতে। এক্সপেরিমেন্ট দেখানোর সাথে সাথে ব্যাখ্যা করা হয় প্রতিটি এক্সপেরিমেন্টের পেছনের বিজ্ঞানটাও।