২৮ মার্চ রাজশাহীর মোহনপুর উপজেলার মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আলোর ঝিলিকের ১৩ তম পর্ব। আলোর ধর্মগুলি বিভিন্ন মজার এক্সপেরিমেন্ট এবং টুল ব্যাবহার করে হাতেকলমে দেখানো হয়েছে এখানে। আলোর প্রতিফলন, প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অপটিক্যাল ফাইবার, আলোর বিচ্ছুরণ, বিক্ষেপণ, পেরিস্কোপ, ক্যালাইডোস্কোপ, লেজার, রঙের মিশ্রণসহ মজার সব জিনিস হাতেকলমে দেখানো হয়েছে প্রায় দেড় ঘন্টাব্যাপী এই আয়োজনে।
আন্তর্জাতিক আলোর বছর ২০১৫ উদযাপনের অংশ হিসেবে হাতেকলমে হাই স্কুলের শিক্ষার্থীদের আলোর ধর্মগুলি জানানো এবং বুঝানোর জন্য নিয়মিতভাবে “আলোর ঝিলিক” আয়োজনটি করে যাচ্ছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।