গত ২৫ মার্চ টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে আলোর ঝিলিকের ১২ তম পর্ব। আলোর ধর্মগুলি বিভিন্ন মজার এক্সপেরিমেন্ট এবং টুল ব্যাবহার করে হাতেকলমে দেখানো হয়েছে এই আয়োজনে। বিজ্ঞান ক্লাব ওমেগা প্রাইম এই পর্বটি আয়োজনে সহযোগিতা করেছে।
আন্তর্জাতিক আলোর বছর ২০১৫ উদযাপনের অংশ হিসেবে হাতেকলমে হাই স্কুলের শিক্ষার্থীদের আলোর ধর্মগুলি জানানো এবং বুঝানোর জন্য নিয়মিতভাবে “আলোর ঝিলিক” আয়োজনটি করে যাচ্ছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।