১ মার্চ বিকেল ৫টায় বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অনলাইন কোলাবোরেশন সফটওয়্যারগুলি নিয়ে একটি কর্মশালা। এসপিএসবির স্বেচ্ছাসেবকদের জন্য এই কর্মশালাটি আয়োজন করা হয়।
বাসায় বসেই শুধু ইন্টারনেটের মাধ্যমে যেসব টুল এবং সফটওয়্যার ব্যাবহার করেই অনেকে একসাথে একটি প্রজেক্টে কাজ করতে পারে, সেসব সফটওয়্যার এবং টুলের ব্যাবহার স্বেচ্ছাসেবকদের হাতেকলমে দেখানো হয় কর্মশালাটিতে। এসব সফটওয়্যার এর মধ্যে রয়েছে গুগোল ড্রাইভ, গুগোল ডকস, গুগোল শিট, এভারনোট, Wunderlist, পকেট, ড্রপবক্স ইত্যাদি। এসব সফটওয়্যার এবং টুলগুলি কার্যকরভাবে ব্যাবহার করা গেলে কোন একটি প্রজেক্টে একাধিক মানুষ বাসায় বসেই কাজ করতে পারবেন, অফিসে আসার প্রয়োজন পড়বে না।